“মানুষেরা সারাক্ষণ চিৎকার করতে থাকে যে, তারা আরো ভালো ভবিষ্যৎ সৃষ্টি করতে চায়। এই দাবি সত্য নয়। কারণ, ভবিষ্যৎ হলো নৈর্ব্যক্তিক এক শূন্যতা, যা কারো জন্যেই আকর্ষণের বিষয় হতে পারে না। অপরদিকে অতীত হলো জীবন দিয়ে পরিপূর্ণ। এটা আমাদেরকে বিরক্ত, উত্তেজিত, অপমান ও দগ্ধ করতে চায়। এমনই যে, আমাদের প্রলুব্ধ করে তাকে ধ্বংস করে ফেলতে। অথবা নতুন করে পুনর্গঠন করতে। মানুষেরা ভবিষ্যতের প্রভু হতে চায় কেবলমাত্র একটি কারণে। সেটি হলো তারা অতীতকে পরিবর্তন করতে চায়।”