শাহনাজ পারভীন মিতা :
রুমঝুম রুমঝুম
গহন অরণ্যে ঝুমঝুম,
বৃষ্টি দুপুর নেচে চলে
নৈঃশব্দ্যের শব্দ হলে।
শনশন শনশন
বইছে বাতাস উড়ছে মন
কে তুমি মেয়ে চুপটি করে
গাঙচিলের ডানায় বন্ধ ঘরে ।
হনহন হনহন
কে ছুটে যায় গহন বন
দৈত্যেরাজের শৃঙ্খল ভেঙে
রাজকন্যাকে বাঁচাবে মন্ত্রবলে।
চুপচুপ চুপচুপ
অশ্বধ্বনি রাত দুপুর
রাজপুত্র বীরবিক্রমে
উড়িয়ে ঘোড়া দুর্দান্ত প্রতাপে ।
সোনার কাঠি রুপোর কাঠি
অতল জলে ,কে ভাঙছে লাঠি।।
Facebook Comments Box