বলিউডে ‘লাভ বার্ড’ হিসেবে পরিচিত অজয় দেবগন ও কাজল। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। যৌথ জীবনে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। এখনও অব্যাহত রয়েছে। এই দুই তারকার ভালোবাসার গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার নাম। এবার জানা গেল, কাজলের প্রথম ভালোবাসা অজয় নন। এর আগেও এক বলিউড নায়ককে ভালোবেসেছিলেন তিনি। এ খবর ফাঁস করেছেন নির্মাতা করণ জোহর।
সম্প্রতি এক শোয়ে এসেছিলেন করণ ও কাজল। সেখানেই তিনি জানান, অজয়ের আগে অক্ষয় কুমারকে ভালোবাসতেন কাজল। শোয়ের উপস্থাপক মণীশ পাল প্রশ্ন করেন করণকে, অজয় ছাড়া বলিউডে কাজলের ক্রাশ আর কে ছিল? এবসময় অক্ষয়ের নাম নেন তিনি।
তবে করণ নির্বিঘ্নে এ তথ্য ফাঁস করতে পারেননি। কাজল তাকে বাধা দিতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু হাটে হাঁড়ি ভাঙা যার (করণ জোহর) স্বভাব তাকে কি আর আটকে রাখা যায়?
এ সময় কাজল-অক্ষয়ের একটি ঘটনাও উল্লেখ করেন করণ। একবার এক ছবির প্রিমিয়ারে অক্ষয়ের টানে ছুটে এসেছিলেম কাজল। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘গোটা প্রিমিয়ারে কাজল অক্ষয়কে খুঁজেছিল আর আমি ওকে সঙ্গ দিয়েছিলাম। কে জানে, আমরা দুজনেই হয়তো ওকে খুঁজছিলাম। যদিও আমরা সেদিন অক্ষয়কে খুঁজে পাইনি, তবে দুজন দুজনকে খুঁজে পেয়েছিলাম।
এর আগে একবার কপিল শর্মার শোয়ে এসেও কাজলের এই গোপন প্রেমের কথা বলেছিলেন করণ। তবে এ ব্যাপারে অক্ষয় কোনো মন্তব্য করেননি। এদিকে কাজলের গোপন প্রেমের কথা ফাঁস করাতে তিনি যে করণের ওপর চটেছেন তা কিন্তু না। কেননা তাদের বন্ধুত্ব খুব গভীর। বি-টাউনে বেষ্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত তারা।