রিমি কবিতা :
আমি তোমার কেউ না ;
তবু তোমার জন্য বুকের পাজরে হাহাকার জমে,
রক্তক্ষরণ হয় হৃদয়ে।
এক তীব্র দীর্ঘ শ্বাস বের হয় কলজে চিরে,
অথচ রেললাইনের মতো ছুটে চলছি দুজনেই।
সংযোগ নেই তবু রয়েছে অবিচ্ছেদ্য অদৃশ্য যোগ,
কথা নেই তবু হয় কতো কথোপকথন।
দেখা নেই অথচ মিশে আছো নয়নের গভীরতায়,
সম্পর্ক নেই, নেই কোনো দলিল দস্তাবেজ
তবু আমরা আমাদের অথচ
কেউ কারো নই।
Facebook Comments Box