ছবি সংগৃহীত
মূলঃ আমেরিকান কবি ও লেখক চার্লস বুকোস্কি (কবিতা- থ্রোইং এওয়ে দ্য এলার্ম ক্লক)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
আমার বাবা সবসময় বলতেন, ‘আগে ঘুমোতে যাওয়া ও আগে ঘুম থেকে জেগে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনী ও জ্ঞানী মানুষে পরিণত করে।’
আমাদের বাড়িতে রাত আটটায় বাতি নিভিয়ে দেওয়া হতো এবং আমরা সবাই খুব ভোরে উঠতাম- কফি, বেকন ও ভাজা ডিমের গন্ধ নেয়ার জন্যে।
আমার বাবা সারাজীবন এই সাধারণ রুটিনই অনুসরণ করতেন। তিনি যুবক বয়সেই মরে গিয়েছিলেন একজন ভগ্নহৃদয়ের মানুষ হিসেবে। তিনি খুব জ্ঞানীও ছিলেন না।
বিষয়টা লক্ষ করে আমি তার উপদেশকে অগ্রাহ্য করেছিলাম নিজের জন্যে। আমি দেরিতে বিছানায় যেতাম এবং দেরিতে ঘুম থেকে উঠতাম।
এখন, আমি বলছি না যে আমি বিশ্ব জয় করে ফেলেছি। তবে নিশ্চিতভাবে আমি ভোরবেলার অসংখ্য ট্রাফিক জ্যামকে এড়াতে পেরেছি, কিছু সাধারণ ভুল বা ক্ষতিকে পাশ কাটিয়ে যেতে পেরেছি এবং কয়েকজন অদ্ভুত ও অবাক করা মানুষের দেখা পেয়েছি।
এদের একজন হলাম আমি- যাকে আমার বাবা কখনোই চিনতেন না।
সূএ: ডেইলি-বাংলাদেশ ডটকম