জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে সোমবার সকালে সাভারে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এ সময়, সাভার উপজেলা প্রশাসন, সাভার মডেল থানা ও মুক্তিযোদ্ধাসহ সমাজের সর্বস্তরের লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।