কিশোরগঞ্জের ভৈরবে ৫০কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর হাই স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন মধ্যেপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রকিবুল্লা (২৮) ও একই গ্রামের আবুল ফয়েজের ছেলে কেফাতুল্লাহ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে খবর আসে ঢাকা মেট্রো-ন-১৮-১২২২ সিরিয়ালের একটি পিকআপ ভ্যানে করে দুজন লোক গাঁজা বহন করছেন। এই সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপটিকে থামানোর চেষ্টা করলে গাড়ির চালক দ্রুত গাড়িটি গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় উপপরিদর্শক (এসআই) উসমান গণি মোটরসাইকেলে করে পিকআপের পেছনে ধাওয়া করে ভৈরব বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর হাই স্কুলের সমানে পিকআপ ভ্যানটির গতিরোধ করে।
এসময় গাড়ি তল্লাশি করে ২৫টি প্যাকেটে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে পিকআপ ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ৫০ কেজি গাঁজা ও দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।