দীর্ঘ ৩৭ বছর পর উইন্ডোজ ১-এর ভেতরে একটি গুপ্ত ডায়ালগ উন্মোচন করেছেন এক ব্যবহারকারী। এটি অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করন; যা ১৯৮৫ সালের নভেম্বরে উন্মোচিত হয়েছিল।
লুকাস ব্রুকস এই উন্মোচনের বিষয়টি টুইটারে শেয়ার করেছেন। তবে এটি সফটওয়্যারের এমন কোনো অংশ নয় যা আপনি গতানুগতিক উপায়ে খুঁজে পাবেন।
সফটওয়্যারের ভেতরে লুকানো ইস্টার এগগুলো সবধরনের রূপ নিতে পারে এবং কিছু অন্যদের তুলনায় আরো বেশি লুকানো অবস্থায় থাকে। আর প্রায় ৩৭ বছর পর বিষয়টি উন্মোচিত হওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে এটি খুব যত্নের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। এটি উন্মোচিত হওয়ার পর ‘অভিনন্দন’ লেখা বার্তা আসে।
গুপ্ত ডায়ালগ উন্মোচন করেছেন এক ব্যবহারকারী। ছবি: সংগৃহীত
ব্রুকসের ভাষ্য অনুযায়ি, অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত স্মাইলি বিটম্যাপ ফাইলের শেষে এনক্রাপ্ট অবস্থায় ডায়ালগটি লুকানো ছিল।