২ ঘণ্টার রাস্তা ৬ ঘণ্টায়

সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল থেকে দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসবের কারণে হিন্দুধর্মাবলম্বীর হাজারো ভক্ত লাঙ্গলবন্দে সমবেত হয়েছেন। এ কারণে গতকাল সকাল থেকে মহাসড়কে সোনারগাঁয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিনভর যানজটের কারণে বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রী ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন।

 

সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়ক থেকে শাখা রোড পর্যন্ত যানজট লেগে গেছে। গত রাতে শুরু হওয়া দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসবে যোগ দিতে হাজারো হিন্দুধর্মাবলম্বী লাঙ্গলবন্দে সমবেত হয়েছেন। ফলে সকাল থেকেই কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ সময় যানজট থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী হেঁটে, বিকল্প পথে রিকশা ও অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন।

তিতাস বাসের এক যাত্রীর সঙ্গে কথা বললে জানান, ‘গুলিস্তান থেকে কুমিল্লা যেতে ২ ঘণ্টার রাস্তা এখন পর্যন্ত ৬ ঘণ্টায় মদনপুরে রয়েছি।’ এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। চিটাগাং রোড থেকে মোগরাপাড়ার ভাড়া ২৫ টাকার পরিবর্তে ৫০ টাকা নিচ্ছে। 

নাফ গাড়ির হেলপার আবদুর রউফ জানান, তীব্র যানজটের কারণে তাদের গাড়ি সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে না। ফলে তারা ভাড়া বেশি নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ‘সকাল থেকে দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে ছিলাম। শত শত গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ১ ঘণ্টা চেষ্টার পর ১ কিলোমিটার যেতে পেরেছি।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, স্নানোৎসবের কারণে সকাল থেকে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর হেঁটে গন্তব্যে রওনা করেন। তবে দুপুরের পর যানজট কিছুটা কমতে থাকে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য জুলাই বিপ্লব হয়নি: নাহিদ

» বেড়েছে স্বর্ণের দাম

» ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা’

» যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ, সতর্ক করলেন পার্থ

» উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়: নুর

» ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

» বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

» ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

» গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার

» নির্বাচনের মাধ্যমে বিএনপি পরিবর্তন চায় : মির্জা ফখরুল

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২ ঘণ্টার রাস্তা ৬ ঘণ্টায়

সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল থেকে দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসবের কারণে হিন্দুধর্মাবলম্বীর হাজারো ভক্ত লাঙ্গলবন্দে সমবেত হয়েছেন। এ কারণে গতকাল সকাল থেকে মহাসড়কে সোনারগাঁয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিনভর যানজটের কারণে বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রী ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন।

 

সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়ক থেকে শাখা রোড পর্যন্ত যানজট লেগে গেছে। গত রাতে শুরু হওয়া দুই দিনব্যাপী অষ্টমী স্নানোৎসবে যোগ দিতে হাজারো হিন্দুধর্মাবলম্বী লাঙ্গলবন্দে সমবেত হয়েছেন। ফলে সকাল থেকেই কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ সময় যানজট থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী হেঁটে, বিকল্প পথে রিকশা ও অটোরিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন।

তিতাস বাসের এক যাত্রীর সঙ্গে কথা বললে জানান, ‘গুলিস্তান থেকে কুমিল্লা যেতে ২ ঘণ্টার রাস্তা এখন পর্যন্ত ৬ ঘণ্টায় মদনপুরে রয়েছি।’ এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। চিটাগাং রোড থেকে মোগরাপাড়ার ভাড়া ২৫ টাকার পরিবর্তে ৫০ টাকা নিচ্ছে। 

নাফ গাড়ির হেলপার আবদুর রউফ জানান, তীব্র যানজটের কারণে তাদের গাড়ি সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে না। ফলে তারা ভাড়া বেশি নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ‘সকাল থেকে দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে ছিলাম। শত শত গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। ১ ঘণ্টা চেষ্টার পর ১ কিলোমিটার যেতে পেরেছি।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, স্নানোৎসবের কারণে সকাল থেকে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর হেঁটে গন্তব্যে রওনা করেন। তবে দুপুরের পর যানজট কিছুটা কমতে থাকে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com