বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে শামীম হোসেন পাটোয়ারির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে জিততে হলে মিনিস্টার গ্রুপ ঢাকাকে করতে হবে ১৪৯ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করতে সাজঘরে ফেরেন চট্টগ্রামের ওপেনার জাকির হাসান। আরেক ওপেনার উইল জ্যাকস করেন ২৬ রান।
এদিকে ব্যাট হাতে মাত্র ২ রান করতে পেরেছেন মেহেদি হাসান মিরাজ। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে ২৭ রানের ক্যামিও ইনিংসটি খেলেন দলনেতা আফিফ হোসেন ধ্রুব। আকবর আলি ব্যক্তিগত খাতায় যোগ করতে পেরেছেন ৯ রান।
ষষ্ঠ উইকেট জুটিতে বেনি হাওয়েলকে সঙ্গে নিয়ে ৫৮ জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারি। তাতেই ১৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় চট্টগ্রাম। দলের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন শামীম। ৩৭ বলে খেলা ইনিংসটি ৭টি চার এবং একটি ছয়ে সাজানো।
এদিকে ২৪ রানে হাওয়েল এবং শূন্যরানে মৃতুঞ্জয় অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন ছয়জন বোলার।