আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দশ টাকায় ঈদ বাজার। এ যেনো কল্পনার বাইরে। দশ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, সয়াবিন তেল, মরিচ, হলুদ, ধনিয়া, দুধ, সাবান, লবন, চিনি, মসুর ডাল, পোলার চাল, গোল আলু ও পেঁয়াজ।
ঈদকে কেন্দ্র এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছে মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠন। জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউপির মালিতা গ্রামের অর্ধ শতাদিক যুবক মিলে গড়ে তুলেছেন এই সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত অনুষ্ঠাানে উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্থানীয় চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।
সংগঠনের সভাপতি মো হানিফ মিয়া জানান, যার যার এলাকায় প্রতিটি ঘরে যেনো ঈদের দিনে হাসি খুশিতে থাকে এবং একটু মিষ্টি পায়েস খেয়ে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করতে পারি। তার জন্য এই আয়োজন।

দশ টাকায় ঈদ বাজার
তিনি আরো জানান, এলাকার কিছু প্রবাসী বড় ভাই ও যুব সমাজের হাত খরচের অর্থে এই কার্যক্রমের যাত্রা। আশা করছেন এই কার্যালয়ের যাত্রা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।
এক বৃদ্ধা কোহিনুর বেগম জানান, বছরে দুটি ঈদই আমাদের একটু ভালোমন্দ খাওযার সুযোগ। ঈদের এই খাওয়ার ক্রয়ের ক্ষমতা আমাদের নেই তাই এই সংগঠন মাত্র দশ টাকার বিনিময়ে সবগুলো খাবার দেয়ায় আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত।
রহিদ মিয়া অনুভূত ব্যক্ত করতে গিয়ে বলেন, ঈদ ছাড়া ভালোমন্দ খাবার কপালে জুটে না। আর এই বাজারটুকু করতে যে অর্থ দরকার তা আমাদের অনেকেরই নেই। সংগঠনের পক্ষ থেকে আয়োজন করায় আমরা তা পেয়ে খুবই খুশি।
সূএ:ডেইলি বাংলাদেশ