হ্যাটট্রিক হারের স্বাদ নিল জাদেজার চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেন সর্বনাশ ডেকে আনছে চেন্নাই সুপার কিংস। গত আসরে চ্যাম্পিয়ন হলেও এবার যেন জিততেই ভুলে গেছে রবিন্দ্র জাদেজার দল। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচেও পাঞ্জাব কিংসের কাছে হেরে হ্যাটট্রিক করল চেন্নাই।

 

রোববার রাতে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে চেন্নাইকে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ দিয়ে ৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব।

 

ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে নির্ধারিত ২০ ওভারের ১২ বল আগেই মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই। ব্যাট হাতে ৩২ বলে ৬০, বোলিংয়ে ২৫ রানে ২ উইকেট ও ফিল্ডিংয়ে ২ ক্যাচ নিয়ে পাঞ্জাবের জয়ের নায়ক লিয়াম লিভিংস্টোন।

 

পাঞ্জাবের করা ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। তাদের পঞ্চম উইকেটের পতন ঘটে দলীয় ৩৭ রানে। সেখান থেকে পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র।

 

তবে মহেন্দ্র সিং ধোনি ও শিভাম দুবের ৭.২ ওভারে ৬২ রানের ষষ্ঠ উইকেট জুটিতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় বর্তমান চ্যাম্পিয়নরা। দুবে ৫ চার ও ৩ ছয়ের মারে করেন ৩০ বলে ৫৭ রান। ধোনির ব্যাট থেকে আসে ২৮ বলে ২৩ রান।

 

পাঞ্জাবের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাহুল চাহার। এছাড়া আইপিএলে অভিষিক্ত ভৈভব অরোরা ২ ও লিয়াম লিভিংস্টোন নেন ২ উইকেট। তিন ম্যাচ খেলা পাঞ্জাবের এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে চারে রয়েছে তারা।

 

এর আগে, প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। তবে পরের বলেই তাকে সাজঘরে পাঠিয়ে দেন মুকেশ চৌধুরী।

 

শুরুর এই ধাক্কা আরো জোরালো হয় দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ভানুকা রাজাপাকশেও সাজঘরে ফিরে গেলে। উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির দারুণ বুদ্ধিমত্তায় সমাপ্তি ঘটে এক ছয়ের মারে ভানুকার ৫ বলে ৯ রানের সংক্ষিপ্ত ইনিংসের।

 

এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন লিভিংস্টোন, দারুণ সঙ্গ দেন শিখর ধাওয়ান। মুকেশের করা পঞ্চম ওভারে দুই ছয় ও তিন চারের মারে ২৬ রান তোলেন লিভিংস্টোন। ডোয়াইন ব্রাভোর পরের ওভারে এক ছয়ের সঙ্গে দুই চারে ১৫ রান নেন ধাওয়ান।

 

এ জুটি মাত্র ৮.৪ ওভারে যোগ করে ৯৫ রান। ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ৩৩ রান করেন ধাওয়ান। পরের ওভারে সাজঘরের পথ ধরেন লিভিংস্টোন। রবিন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হওয়ার আগে ৩২ বলে ৫টি করে চার-ছয়ের মারে ৬০ রান করেন তিনি।

 

এরপর আইপিএলে অভিষিক্ত জিতেশ শর্মা ১৭ বলে ২৬ ও শেষ দিকে রাহুল চাহার ১২ ও কাগিসো রাবাদা ১২ রান করলে ১৮০ রানে পৌঁছায় পাঞ্জাবের ইনিংস। চেন্নাইয়ের দারুণ বোলিংয়ের সামনে শেষ দশ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৭১ রান।

চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও ক্রিস জর্ডান। তিনে তিন হারে পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে নবম স্থানে অবস্থান করছে চেন্নাই। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে দুই জয়ে পাঞ্জাবের অবস্থানে চতুর্থ স্থানে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হ্যাটট্রিক হারের স্বাদ নিল জাদেজার চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেন সর্বনাশ ডেকে আনছে চেন্নাই সুপার কিংস। গত আসরে চ্যাম্পিয়ন হলেও এবার যেন জিততেই ভুলে গেছে রবিন্দ্র জাদেজার দল। টানা দুই হারের পর তৃতীয় ম্যাচেও পাঞ্জাব কিংসের কাছে হেরে হ্যাটট্রিক করল চেন্নাই।

 

রোববার রাতে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে চেন্নাইকে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ দিয়ে ৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব।

 

ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে নির্ধারিত ২০ ওভারের ১২ বল আগেই মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই। ব্যাট হাতে ৩২ বলে ৬০, বোলিংয়ে ২৫ রানে ২ উইকেট ও ফিল্ডিংয়ে ২ ক্যাচ নিয়ে পাঞ্জাবের জয়ের নায়ক লিয়াম লিভিংস্টোন।

 

পাঞ্জাবের করা ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। তাদের পঞ্চম উইকেটের পতন ঘটে দলীয় ৩৭ রানে। সেখান থেকে পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র।

 

তবে মহেন্দ্র সিং ধোনি ও শিভাম দুবের ৭.২ ওভারে ৬২ রানের ষষ্ঠ উইকেট জুটিতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় বর্তমান চ্যাম্পিয়নরা। দুবে ৫ চার ও ৩ ছয়ের মারে করেন ৩০ বলে ৫৭ রান। ধোনির ব্যাট থেকে আসে ২৮ বলে ২৩ রান।

 

পাঞ্জাবের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাহুল চাহার। এছাড়া আইপিএলে অভিষিক্ত ভৈভব অরোরা ২ ও লিয়াম লিভিংস্টোন নেন ২ উইকেট। তিন ম্যাচ খেলা পাঞ্জাবের এটি দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে চারে রয়েছে তারা।

 

এর আগে, প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। তবে পরের বলেই তাকে সাজঘরে পাঠিয়ে দেন মুকেশ চৌধুরী।

 

শুরুর এই ধাক্কা আরো জোরালো হয় দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ভানুকা রাজাপাকশেও সাজঘরে ফিরে গেলে। উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির দারুণ বুদ্ধিমত্তায় সমাপ্তি ঘটে এক ছয়ের মারে ভানুকার ৫ বলে ৯ রানের সংক্ষিপ্ত ইনিংসের।

 

এরপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন লিভিংস্টোন, দারুণ সঙ্গ দেন শিখর ধাওয়ান। মুকেশের করা পঞ্চম ওভারে দুই ছয় ও তিন চারের মারে ২৬ রান তোলেন লিভিংস্টোন। ডোয়াইন ব্রাভোর পরের ওভারে এক ছয়ের সঙ্গে দুই চারে ১৫ রান নেন ধাওয়ান।

 

এ জুটি মাত্র ৮.৪ ওভারে যোগ করে ৯৫ রান। ইনিংসের দশম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ৩৩ রান করেন ধাওয়ান। পরের ওভারে সাজঘরের পথ ধরেন লিভিংস্টোন। রবিন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হওয়ার আগে ৩২ বলে ৫টি করে চার-ছয়ের মারে ৬০ রান করেন তিনি।

 

এরপর আইপিএলে অভিষিক্ত জিতেশ শর্মা ১৭ বলে ২৬ ও শেষ দিকে রাহুল চাহার ১২ ও কাগিসো রাবাদা ১২ রান করলে ১৮০ রানে পৌঁছায় পাঞ্জাবের ইনিংস। চেন্নাইয়ের দারুণ বোলিংয়ের সামনে শেষ দশ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৭১ রান।

চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও ক্রিস জর্ডান। তিনে তিন হারে পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে নবম স্থানে অবস্থান করছে চেন্নাই। অন্যদিকে ৩ ম্যাচের মধ্যে দুই জয়ে পাঞ্জাবের অবস্থানে চতুর্থ স্থানে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com