আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের অভ্যন্তরীন পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ রবিবার থেকে বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।