দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে শুভ হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্তে ২৮৫/৫০ এস পিলার সংলগ্ন রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের সুবেদার মজির হোসেন। আটককৃত শুভ হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেরপুর এলাকার মৃত সুমন ইসলামের ছেলে।
কমান্ডার মজির হোসেন বলেন, আটক শুভ আজ সকালে হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ চেষ্টাকালে বিএসএফের ধাওয়া খেয়ে ফেরত আসার চেষ্টা করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।