দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত রাইস ব্র্যান্ড বোঝাই তিনটি বাংলা ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ জব্দ করেছে কাস্টমস।
রোববার রাত ৮ থেকে সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম।
কামরুল ইসলাম জানান, জাতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিলি কাস্টমসের কর্মকর্তারা স্থলবন্দরে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ভারত থেকে আমদানি করা রাইস ব্র্যান্ড বোঝাই তিনটি বাংলা ট্রাক থেকে ১১৬ বোতল ফেন্সিডিল ও ৮২ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ করা হয়েছে। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকগুলো আটক করা হয়েছে।