হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এখন প্রকারভেদে এখানকার পাইকারি বাজারে বস্তা প্রতি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। এদিকে ভারতীয় পেঁয়াজের সঙ্গে  দেশি পেঁয়াজেরও দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে যে দেশি পেঁয়াজ কয়দিন আগে ২২ টাকা দরে বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তবে আসছে ঈদে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, দুইদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এই বাজার থেকে পেঁয়াজের বস্তা নিলে পাইকারিরা তা ১২ টাকা কেজিতে বিক্রে করছেন। এই পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তা খুচরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে।

এদিকে বাজারে পেঁয়াজের পাশাপাশি আদা-রসুনেরও দামও কমে গেছে। আর এসব অতি দরকারি দ্রব্যমূল্যের দাম কম হওয়াতে স্বস্তি ফিরছে সব ধরনের ক্রেতাদের মনে।

 

হিলি বাজারে মসলা কিনতে আসা রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘অতি প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আছে। মসলার দাম অনেক কমে গেছে। পাশাপাশি পেঁয়াজের দাম আরও কম, তাই বাড়ির জন্য ১৪ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ নিলাম।’

 

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘আদা-রসুন ও পেঁয়াজের দাম অনেক কম। ১৩ টাকা ভারতের পেঁয়াজ তা ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি করছি। আর দেশি পেঁয়াজ ১৮ টাকা দিয়ে কিনে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করছি।

 

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘গত ২৯ মার্চের নতুন পারমিটের পেঁয়াজ ১২ দিন আমদানি বন্ধ ছিলো। ১২ দিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার কারণে আগের চেয়ে দাম অনেকটাই কমে যাচ্ছে। আশা করছি ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এখন প্রকারভেদে এখানকার পাইকারি বাজারে বস্তা প্রতি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। এদিকে ভারতীয় পেঁয়াজের সঙ্গে  দেশি পেঁয়াজেরও দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে যে দেশি পেঁয়াজ কয়দিন আগে ২২ টাকা দরে বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তবে আসছে ঈদে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, দুইদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এই বাজার থেকে পেঁয়াজের বস্তা নিলে পাইকারিরা তা ১২ টাকা কেজিতে বিক্রে করছেন। এই পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তা খুচরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে।

এদিকে বাজারে পেঁয়াজের পাশাপাশি আদা-রসুনেরও দামও কমে গেছে। আর এসব অতি দরকারি দ্রব্যমূল্যের দাম কম হওয়াতে স্বস্তি ফিরছে সব ধরনের ক্রেতাদের মনে।

 

হিলি বাজারে মসলা কিনতে আসা রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘অতি প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আছে। মসলার দাম অনেক কমে গেছে। পাশাপাশি পেঁয়াজের দাম আরও কম, তাই বাড়ির জন্য ১৪ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ নিলাম।’

 

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘আদা-রসুন ও পেঁয়াজের দাম অনেক কম। ১৩ টাকা ভারতের পেঁয়াজ তা ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি করছি। আর দেশি পেঁয়াজ ১৮ টাকা দিয়ে কিনে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করছি।

 

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘গত ২৯ মার্চের নতুন পারমিটের পেঁয়াজ ১২ দিন আমদানি বন্ধ ছিলো। ১২ দিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার কারণে আগের চেয়ে দাম অনেকটাই কমে যাচ্ছে। আশা করছি ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com