উত্তম চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক মনিরামপুর।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর গ্রামে নিজস্ব অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করলেন হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক রিপন কুমার ধর।
শুক্রবার বিকালে ১০০ পিচ কম্বল বিতরণ করেন হরিহরনগর ইউনিয়নের মাদ্রাসার মোড়ে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অন্যতম নেতা ও হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক নুরুজ্জামান, ইউনিয়ন পরিষদের উদ্যক্তা জসিম উদ্দিন প্রমূখ। বিতরণকালে হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর বলেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয়ের জন্য আপনারা সকলে দোয়া ও আশীর্বাদ কামনা করবেন।
Facebook Comments Box