মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় জহির আহমেদ (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাতে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।