খুলনায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আসামিরা হলেন গ্যারেজ মালিক কামরুল, জীবন, সুমন ও আলা। পরে রাতে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভিকটিম তার স্বামীসহ কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন জোর করে তাদেরকে গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলে। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, অভিযুক্ত আসামি গ্যারেজ মালিক কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।