টেকনাফের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় স্ত্রী সাজিদা বেগমকে (২৩) আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
শুক্রবার রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিহত মো. সৈয়দুর রহমান (৩২) একই ক্যাম্পের ব্লক সি/২ এর বাসিন্দা ছিলেন।
এসপি তারিকুল জানান, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম তার স্বামী মো. সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় অন্য রোহিঙ্গারা সৈয়দুর রহমানকে উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈয়দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এঘটনায় এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে দাসহ আটক করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।