আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুবলীগ সবসময় অন্যায়-অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের শক্তহাতে প্রতিহত করতে হবে।
রাজধানীর ফার্মগেটে আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে। বাংলাদেশকে উন্নত ও স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। তখনই বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, বিএনপি রাজপথ দখলে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু যুবলীগ প্রমাণ করেছে রাজপথ বিএনপির নয়, যুবলীগের দখলেই রয়েছে। যুবলীগকে স্বাধীনতাবিরোধী অপশক্তি দমনে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন প্রমুখ।