সেশনজটের বোঝা মাথায় নিয়ে শেকৃবিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে চারটি অনুষদে ভর্তি হওয়া নবীনরা শুরু করলো তাদের বিশ্ববিদ্যালয়জীবন। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের করণীয় ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। সশরীর শ্রেণিকার্যক্রম শুরু আগামীকাল।

 

তথ্যমতে, স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া এ নবীন শিক্ষার্থীদের পূর্বধারাবাহিকতা অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্রেণিকার্যক্রম শুরুর কথা থাকলেও ২০২২ সালে মার্চের প্রথম সপ্তাহে শুরু করতে হলো পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম। করোনা মহামারীতে দীর্ঘদিন সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়পর্যায়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতেই অনেক সময় লেগে যায় বিধায় স্বভাবতই ১ বছরের অধিক সেশনজট সেইসাথে শেকৃবির প্রত্যেক অনুষদে ন্যূনতম ১ বছরের গতানুগতিক সেশনজট মিলে প্রায় দুই’বছরের সেশনজট সাথে নিয়েই শুরু হলো স্নাতক নবীনদের বিশ্ববিদ্যালয়জীবন।

 

ওরিয়েন্টেশনে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘নবীন শিক্ষার্থীরা ১৪ মাসের যে বাঁধানো সেশনজট নিয়ে তাদের শ্রেণিকার্যক্রম শুরু করলো, আমরা সেই ১৪ মাসকে কমিয়ে আনার চেষ্টা করবো।’

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ‘পৃথিবীর আদিমতম বাঁচার যে অবলম্বন সেই কৃষির ছাত্র তোমরা। আজকে যে বিষয়ে তোমরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছো তা নিঃসন্দেহে একটি মহিমান্বিত পেশা, যা পৃথিবীজুড়ে লক্ষকোটি মানুষের খাদ্য-পুষ্টি ও বস্ত্রের সংস্থান, গবেষণা ও সম্প্রসারণ আমরা করে থাকি। আমরা তোমাদের সংস্কৃতি ও বিজ্ঞানমনা মানুষ হিসেবে দেখতে চাই।

 

শেকৃবি ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

» সীমানা বিরোধ: আদালতের রায়ের পর সিদ্ধান্ত নেবে ইসি

» নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

» দুটি ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে ৬ লাখ টাকা প্রতারণার, গ্রেফতার ১

» বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন : জিল্লুর রহমান

» শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী— সাক্ষ্য নাহিদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেশনজটের বোঝা মাথায় নিয়ে শেকৃবিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে চারটি অনুষদে ভর্তি হওয়া নবীনরা শুরু করলো তাদের বিশ্ববিদ্যালয়জীবন। রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের করণীয় ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। সশরীর শ্রেণিকার্যক্রম শুরু আগামীকাল।

 

তথ্যমতে, স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া এ নবীন শিক্ষার্থীদের পূর্বধারাবাহিকতা অনুযায়ী ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্রেণিকার্যক্রম শুরুর কথা থাকলেও ২০২২ সালে মার্চের প্রথম সপ্তাহে শুরু করতে হলো পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম। করোনা মহামারীতে দীর্ঘদিন সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়পর্যায়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতেই অনেক সময় লেগে যায় বিধায় স্বভাবতই ১ বছরের অধিক সেশনজট সেইসাথে শেকৃবির প্রত্যেক অনুষদে ন্যূনতম ১ বছরের গতানুগতিক সেশনজট মিলে প্রায় দুই’বছরের সেশনজট সাথে নিয়েই শুরু হলো স্নাতক নবীনদের বিশ্ববিদ্যালয়জীবন।

 

ওরিয়েন্টেশনে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, ‘নবীন শিক্ষার্থীরা ১৪ মাসের যে বাঁধানো সেশনজট নিয়ে তাদের শ্রেণিকার্যক্রম শুরু করলো, আমরা সেই ১৪ মাসকে কমিয়ে আনার চেষ্টা করবো।’

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া নবীনদের স্বাগত জানিয়ে বলেন, ‘পৃথিবীর আদিমতম বাঁচার যে অবলম্বন সেই কৃষির ছাত্র তোমরা। আজকে যে বিষয়ে তোমরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছো তা নিঃসন্দেহে একটি মহিমান্বিত পেশা, যা পৃথিবীজুড়ে লক্ষকোটি মানুষের খাদ্য-পুষ্টি ও বস্ত্রের সংস্থান, গবেষণা ও সম্প্রসারণ আমরা করে থাকি। আমরা তোমাদের সংস্কৃতি ও বিজ্ঞানমনা মানুষ হিসেবে দেখতে চাই।

 

শেকৃবি ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com