সুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশন

নকশা বহির্ভূত কয়েকশ দোকান দুই বছর আগে উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের প্রশংসা পেয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবারও গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বসানো হয়েছে অবৈধ দোকান। তাই এসব অবৈধ দোকান অপসারণে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে ডিএসসিসি।

 

আজ  দুপুর থেকে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা শুরু করে।

 

সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘সুন্দরবন স্কয়ার মার্কেটের নিচতলার ৫ নম্বর গেটে অবৈধভাবে নির্মিত দোকান এবং নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

 

ইলেক্ট্রিক যন্ত্রপাতি ও পণ্যের জন্য পরিচিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে একসময় ৭৫৩টি অবৈধ দোকান ছিল। মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট, টয়লেটসহ বিভিন্ন জায়গা দখল করে এসব দোকান গড়ে উঠেছিল। এ নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

 

অবৈধ দোকান উচ্ছেদে ২০২০ সালের ১৭ ডিসেম্বর অভিযান চালায় সিটি করপোরেশন। অভিযানে কিছু অংশ ফাঁকা করা হলেও ফের এগুলো দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার এসব দোকান উচ্ছেদে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

 

দুই দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এবং আফিফা খান নেতৃত্ব দিচ্ছেন।

 

এর আগে সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দখল উচ্ছেদের পর তা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বলা হয়েছিল, ইজারার মাধ্যমে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।, সূএ:ঢাকাটাইমস

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশন

নকশা বহির্ভূত কয়েকশ দোকান দুই বছর আগে উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের প্রশংসা পেয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবারও গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বসানো হয়েছে অবৈধ দোকান। তাই এসব অবৈধ দোকান অপসারণে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে ডিএসসিসি।

 

আজ  দুপুর থেকে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা শুরু করে।

 

সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘সুন্দরবন স্কয়ার মার্কেটের নিচতলার ৫ নম্বর গেটে অবৈধভাবে নির্মিত দোকান এবং নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’

 

ইলেক্ট্রিক যন্ত্রপাতি ও পণ্যের জন্য পরিচিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে একসময় ৭৫৩টি অবৈধ দোকান ছিল। মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট, টয়লেটসহ বিভিন্ন জায়গা দখল করে এসব দোকান গড়ে উঠেছিল। এ নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

 

অবৈধ দোকান উচ্ছেদে ২০২০ সালের ১৭ ডিসেম্বর অভিযান চালায় সিটি করপোরেশন। অভিযানে কিছু অংশ ফাঁকা করা হলেও ফের এগুলো দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার এসব দোকান উচ্ছেদে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

 

দুই দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এবং আফিফা খান নেতৃত্ব দিচ্ছেন।

 

এর আগে সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দখল উচ্ছেদের পর তা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বলা হয়েছিল, ইজারার মাধ্যমে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।, সূএ:ঢাকাটাইমস

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com