চা- বাগানে চির সবুজের পরিবর্তে চায়ের পাতাগুলো লালচে-ধূসর বর্ণের হয়ে গেছে। হাওরে ধানের ক্ষেতে মাঠ ফেঁটে হয়েছে চৌচির। পানির জন্য হাহাকার পড়ে গেছে গোটা সিলেটে। প্রতিদিন বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য দোয়া মিলাদ প্রার্থনা চলছিলো। এমনি পরিস্থিতিতে শনিবার কয়েক দফা সিলেট জুড়ে হয়েছে এই স্বস্থির বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আজব সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা টাইমসকে জানান, শনিবার রাত ১২ টার পর থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর সিলেটে সন্ধ্যা ৬ টা থেকে রবিবার ভোর ৬ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১ মিলি মিটার।
মৌলভীবাজার জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী ঢাকা টাইমসকে বলেন, চলতি বছর আমরা বোরো ধানের টার্গেট অতিক্রম করেছি। জেলার ৭ উপজেলায় ৫৬ হাজার ৮০০ হেক্টর এর লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫৭ হাজার ৭ শ ৫০ হেক্টর জমিতে বোরো ধান লাগিয়েছি।
এছাড়া পানির ওপর নির্ভরশীল সূর্যমুখী ৩৩০ হেক্টর, ক্ষীরা ৬-৭ হেক্টর, তরমুজ ১৬ হেক্টর এবং গ্রীষ্মকালীন শাক সবজি ৪ হাজার হেক্টরে বেশী। এসব ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো। আরও কিছুদিন বৃষ্টি না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা চরম ভাবে বিঘ্নিত হতো।