অগ্রিম টাকা নিয়ে বালাগঞ্জের একটি মাহফিলে না আসার অভিযোগ প্রত্যাখ্যান করে সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ১৫ জনকে আসামি করে মামলার আবেদন করেন।
গিয়াস উদ্দিন তাহেরি সাংবাদিকদের বলেন, ‘আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। ২২ মার্চ স্টেইজ সাজিয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করা হয়েছে।আয়োজকরা বলেছেন, আমি নাকি দাওয়াত রেখে আসি নাই। অথচ আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে আমার মান সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমি এসব প্রতারক ও দুষ্কৃতিকারীদের বিচারের জন্য সিলেটে এসে মহামান্য আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছেন।
গত ২২ মার্চ মঙ্গলবার বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত একটি মাহফিলে তাহেরি অগ্রীম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে। এর জবাবে গিয়াস উদ্দিন আর তাহেরি এই মামলা দায়ের করেন।,