সিডনির মাউন্ট আন্নান’র সবুজ বুকে শনিবার (২৫ জুন) সকালে সিডনি প্রবাসী নারীরা শরৎকালীন পিঠা উৎসবের আয়োজন করে।
এই আয়োজনে ছিল পায়েশ, চটপটি, পাকোন, ভাপা ও চিতই পিঠাসহ হরেক রকমের মজাদার পিঠা পুলি। সাথে ছিল বরাবরের মতই আমাদের বাংলা শিল্প সংস্কৃতি ও চেতনাকে জাগ্রত করার মনোমুগ্ধকর বাংলা গান।
ফারিয়ার নাজিমের পরিকল্পনায় নাসিমা আক্তার, সাকিনা আক্তার এবং অন্যান্যদের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানটি উপস্থিত সবাই উপভোগ করেন।,