হাইকোর্ট থেকে আজ রায় এসেছে জায়েদ খানই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন। রায় আসার পর আজ বুধবার (২ মার্চ) এফডিসিতে আসেন জায়েদ খান।
তিনি এফডিসিতে প্রবেশ করলেও শিল্পী সমিতিতে প্রবেশ করতে পারছিলেন না। সমিতি তালাবদ্ধ থাকায় জায়েদ প্যানেলে নির্বাচন করে জয়ী হওয়া অরুণা বিশ্বাস, সুচরিতা ও জয় চৌধুরীরাও বাইরে অপেক্ষায় ছিলেন।
অবশেষে সাড়ে ৭টার দিকে সমিতির চাবি এলে সবাইকে নিয়ে শিল্পী সমিতিতে প্রবেশ করেন জায়েদ খান।
এসময় জায়েদকে শুভেচ্ছা জানান অরুণা বিশ্বাস ও সুচরিতার। জায়েদ চেয়ারে বসে বলেন, ‘অবশেষে সত্যের হয় হলো। আমার নামে অনেক ব্লেম দেয়া হয়েছে৷ অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছে তারা। কিন্তু আইন সত্যের পক্ষেই সবসময়।
আমি সবাইকে পরামর্শ দেবো এসব ছেড়ে আসুন শিল্পীদের জন্য কাজ করি।