সাতকানিয়ায় ভোট শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় গুলি-ককটেল বিস্ফোরণ

ভোট শুরুর পৌনে দুই ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ঘটে।

 

এসময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। তবে কেউ আহত হয়েছেন কিনা- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

খাগরিয়া ইউনিয়নে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোট স্থগিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।

 

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেছেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীও রয়েছেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, রবিবার রাতে প্রাইভেটকারে বহিরাগত কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

 

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয়রা কয়েকজনকে মারধর করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে উদ্ধার করে নিয়ে আছি। তারা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্রসহ এসেছিলেন। পরে বিষয়টি আমি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে।

 

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন বলেন, ‘দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর গাড়ি আটকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের লোকজন। সেখান থেকে ঘরে নিয়ে পরে পুরোনো অস্ত্র দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জসিম উদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাতকানিয়ায় ভোট শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় গুলি-ককটেল বিস্ফোরণ

ভোট শুরুর পৌনে দুই ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ঘটে।

 

এসময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। তবে কেউ আহত হয়েছেন কিনা- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

খাগরিয়া ইউনিয়নে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভোট স্থগিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।

 

সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেছেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে রবিবার রাত ১২টার দিকে একই ইউনিয়নে অস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

 

এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীও রয়েছেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, রবিবার রাতে প্রাইভেটকারে বহিরাগত কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

 

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয়রা কয়েকজনকে মারধর করছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে উদ্ধার করে নিয়ে আছি। তারা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্রসহ এসেছিলেন। পরে বিষয়টি আমি পুলিশকে অবহিত করি। পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছে।

 

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন বলেন, ‘দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর গাড়ি আটকে মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের লোকজন। সেখান থেকে ঘরে নিয়ে পরে পুরোনো অস্ত্র দিয়ে ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জসিম উদ্দিন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com