সাইফকে কারিনার থেকে দূরে থাকতে বলেছিলেন অক্ষয়, কিন্তু কেন?

২০০৭ সালে ‘তাশান’ ছবির শুটিং চলাকালীন পরস্পরের প্রেমে পড়েছিলেন কারিনা কাপুর এবং সাইফ আলি খান। শুটিং চলাকালীনই কারিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। তা মঞ্জুরও হয়ে গিয়েছিল। এই দুজন ছাড়াও ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে ছিলেন অক্ষয় কুমার।

মজার কথা, কারিনার প্রতি সাইফের ভালোবাসর ভাবসাব লক্ষ্য করে অক্ষয় তার বহু বছরের বন্ধুকে বারণ করেছিলেন কোনোরকম বাড়াবাড়ি না করতে। অভিনেত্রীর থেকে দূরে থাকতে বলেছিলেন তাকে। কারণ অক্ষয়ের মতে, কারিনার পরিবার অত্যন্ত ‘সাংঘাতিক’।

 

একথা বলিউডের কোনো গুঞ্জন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বয়ং কারিনা ফাঁস করেছেন ঘটনাটি। কারিনা আরও জানান, শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই সাইফকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে তার থেকে দূরে থাকার উপদেশ দিতেন অক্ষয়। তবে সেসব কথা শেষমেশ আর কানে ঢোকাননি সাইফ।

 

সম্প্রতি টুইক ইন্ডিয়ার জন্য কারিনার সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। সেখানেই গল্প-আড্ডার ছলে উঠে আসে এসব কথা। ‘তাশান’-এর নায়িকার কথায়, ‘অক্ষয় আমাদের দেখেই বুঝেছিল কিছু একটা চলছে বা হতে চলেছে। তাই ও সাইফকে বারবার আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বোঝাতো সাবধানে পা ফেলতে।’

করিনা আরও বলেন, ‘আমার উদ্দেশে সাইফকে অক্ষয় শুধু বলত, ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পরিবার আরও সাংঘাতিক। তাই কোনো বাড়াবাড়ি করিস না। আমি ভীষণ ভালো করে জানি তাই তোকে বলছি। যা করবি, সাবধানে।

 

করিনার জবানিতেই জানা যায়, সাইফ তখন অক্ষয়কে আশ্বস্ত করে বলেছিলেন নিশ্চিন্ত থাকতে। সে ব্যাপারটা দেখে নেবে এবং কারিনাকেও বুঝে ফেলেছে অনেকটা। এর পরের ঘটনা তো সবারই জানা। কিছুদিন প্রেম করার পরই বিয়ে করেন সাইফ-কারিনা। তাদের সংসারে এখন দুই ছেলে। তৈমুর এবং জেহ।

 

সাইফের আগে হৃত্বিক রোশন, ফারদিন খান এবং শাহিদ কাপুরে প্রেমে পড়েছিলেন কারিনা। এর মধ্যে শাহিদের সঙ্গে নায়িকার প্রেম নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, এখনও হয়। এছাড়া ক্যারিয়ারের একেবারে শুরুতে হৃত্বিকের প্রেমে পড়ে কারিনা তার হাতের শিরা পর্যন্ত কেটেছিলেন বলে গুঞ্জন আছে।

সূএ:ঢাকাটাইমস ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

» বিএমএম এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» আজকের এই স্বাধীনতা**

» ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

» পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

» ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

» স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা

» কারিনা ‘আউট’, পূজা ‘ইন’

» ঈদে অনলাইনে যেভাবে কাটবেন ট্রেনের টিকিট

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাইফকে কারিনার থেকে দূরে থাকতে বলেছিলেন অক্ষয়, কিন্তু কেন?

২০০৭ সালে ‘তাশান’ ছবির শুটিং চলাকালীন পরস্পরের প্রেমে পড়েছিলেন কারিনা কাপুর এবং সাইফ আলি খান। শুটিং চলাকালীনই কারিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। তা মঞ্জুরও হয়ে গিয়েছিল। এই দুজন ছাড়াও ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে ছিলেন অক্ষয় কুমার।

মজার কথা, কারিনার প্রতি সাইফের ভালোবাসর ভাবসাব লক্ষ্য করে অক্ষয় তার বহু বছরের বন্ধুকে বারণ করেছিলেন কোনোরকম বাড়াবাড়ি না করতে। অভিনেত্রীর থেকে দূরে থাকতে বলেছিলেন তাকে। কারণ অক্ষয়ের মতে, কারিনার পরিবার অত্যন্ত ‘সাংঘাতিক’।

 

একথা বলিউডের কোনো গুঞ্জন নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বয়ং কারিনা ফাঁস করেছেন ঘটনাটি। কারিনা আরও জানান, শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই সাইফকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে তার থেকে দূরে থাকার উপদেশ দিতেন অক্ষয়। তবে সেসব কথা শেষমেশ আর কানে ঢোকাননি সাইফ।

 

সম্প্রতি টুইক ইন্ডিয়ার জন্য কারিনার সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। সেখানেই গল্প-আড্ডার ছলে উঠে আসে এসব কথা। ‘তাশান’-এর নায়িকার কথায়, ‘অক্ষয় আমাদের দেখেই বুঝেছিল কিছু একটা চলছে বা হতে চলেছে। তাই ও সাইফকে বারবার আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বোঝাতো সাবধানে পা ফেলতে।’

করিনা আরও বলেন, ‘আমার উদ্দেশে সাইফকে অক্ষয় শুধু বলত, ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পরিবার আরও সাংঘাতিক। তাই কোনো বাড়াবাড়ি করিস না। আমি ভীষণ ভালো করে জানি তাই তোকে বলছি। যা করবি, সাবধানে।

 

করিনার জবানিতেই জানা যায়, সাইফ তখন অক্ষয়কে আশ্বস্ত করে বলেছিলেন নিশ্চিন্ত থাকতে। সে ব্যাপারটা দেখে নেবে এবং কারিনাকেও বুঝে ফেলেছে অনেকটা। এর পরের ঘটনা তো সবারই জানা। কিছুদিন প্রেম করার পরই বিয়ে করেন সাইফ-কারিনা। তাদের সংসারে এখন দুই ছেলে। তৈমুর এবং জেহ।

 

সাইফের আগে হৃত্বিক রোশন, ফারদিন খান এবং শাহিদ কাপুরে প্রেমে পড়েছিলেন কারিনা। এর মধ্যে শাহিদের সঙ্গে নায়িকার প্রেম নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, এখনও হয়। এছাড়া ক্যারিয়ারের একেবারে শুরুতে হৃত্বিকের প্রেমে পড়ে কারিনা তার হাতের শিরা পর্যন্ত কেটেছিলেন বলে গুঞ্জন আছে।

সূএ:ঢাকাটাইমস ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com