স্বামী সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল (৪১ বছর) মারা গেছেন চারদিন হয়ে গেলো। কিন্তু স্বামীর দুঃখে এখনো হতবিহবল স্ত্রী ফারহানা রুপা চৈতি। আরটিভি
স্বামী রুবেলকে ছাড়া দিন বদলে গেছে লড়াকু চৈতির। এই দম্পতির একমাত্র সন্তান রুশদান। খুব অল্প বয়সে পিতৃহারা হয়েছেন এই বাচ্চা। পৃথিবীর বুকে আর কখনো বাবার আদর পাওয়া হবে না রুশদানের। শিশু অবস্থায় বাবার সঙ্গে কাটানো কিছু খুনসুটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুবেলের স্ত্রী চৈতি।
যেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে, ছেলে রুশদানকে নিয়ে ব্যাট সুইংয়ের মতো করে দোল খাওয়াচ্ছেন প্রয়াত ক্রিকেটার রুবেল। এমন ভিডিও পোস্ট করে চৈতি লিখেছেন ‘আই মিস ইউ মোশাররফ রুবেল’
এছাড়া সন্তান রুশদানকে নিয়ে রুবেলের আরেকটি ভিডিও শেয়ার করেছেন চৈতি। যেখানে দেখা যায়, ছেলেকে খাটের কার্ণিশে উঠিয়ে দিচ্ছে বাবা রুবেল। সেখান থেকে লাফ দিলে প্রয়াত বাবা ঝাপটে ধরছেন রুশদানকে।
যেভাবে আর কখনো জাপটে ধরে মোশাররফ রুবেল বুকে জড়িয়ে নিতে পারবেন না প্রিয় সন্তান রুশদানকে।
১৯ এপ্রিল ব্রেন টিউমার ও ক্যান্সারের সঙ্গে লড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সবার প্রিয় ক্রিকেট তারকা মোশাররফ হোসেন রুবেল।
সূএ: আমাদের সময় ডটকম