সন্তানদের মুগ্ধ করতেই মেট গালায় এসেছি, এটাই হয়তো শেষ : শাহরুখ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :৫৯ বছর বয়সে মেট গালায় অভিষেক হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন কিং খান। তার রাজকীয় স্টাইলে মুগ্ধ নিউইয়র্কের এই ফ্যাশন শো।

এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের সিগনেচার স্টাইলে রেড কার্পেট হেঁটেছেন শাহরুখ। তবে প্রথমবার মেট গালায় অংশ নিয়েই বলিউড বাদশাহ জানিয়ে দিলেন, এটাই হয়তো শেষ!

 

সোমবার সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। অনুষ্ঠানস্থলে হাজির হয়েই কিং খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শাহরুখ।’ সঙ্গে দেন তার সেই জনপ্রিয় হাসি।

এরপর শাহরুখ জানান, তিনি মেট গালায় অংশ নিয়েছেন তার সন্তানদের জন্য।

 

কিং খানের কথায়, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট গালা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্যসাচী বুদ্ধি দিল, তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না এটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল, তোমাকে ওখানে দারুণ লাগবে।’

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

প্রথমবার মেট গালায় অংশ নেওয়া শাহরুখ শেষে বললেন ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।’

প্রসঙ্গত, এবারের মেট গালার থিম সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল। এদিন শাহরুখ মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে জাপানিজ হর্নের বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী।

 

শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি। তবে এদিন শাহরুখের কাঁধে কোনও প্যাড বা ঝুলন্ত কাপড় দেখা যায়নি। এই বিষয়ে কিং খান জানিয়েছেন ‘আমি শোল্ডার প্যাড পরতে চাই না। সেটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে।

 

প্রসঙ্গত, নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা এখানে অংশ নেন। শাহরুখ বাদেও বলিউড থেকে প্রিয়াঙ্গা চোপড়া, কিয়ারা আদভানি অংশ নিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্তানদের মুগ্ধ করতেই মেট গালায় এসেছি, এটাই হয়তো শেষ : শাহরুখ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :৫৯ বছর বয়সে মেট গালায় অভিষেক হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন কিং খান। তার রাজকীয় স্টাইলে মুগ্ধ নিউইয়র্কের এই ফ্যাশন শো।

এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের সিগনেচার স্টাইলে রেড কার্পেট হেঁটেছেন শাহরুখ। তবে প্রথমবার মেট গালায় অংশ নিয়েই বলিউড বাদশাহ জানিয়ে দিলেন, এটাই হয়তো শেষ!

 

সোমবার সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। অনুষ্ঠানস্থলে হাজির হয়েই কিং খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শাহরুখ।’ সঙ্গে দেন তার সেই জনপ্রিয় হাসি।

এরপর শাহরুখ জানান, তিনি মেট গালায় অংশ নিয়েছেন তার সন্তানদের জন্য।

 

কিং খানের কথায়, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট গালা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্যসাচী বুদ্ধি দিল, তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না এটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল, তোমাকে ওখানে দারুণ লাগবে।’

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

প্রথমবার মেট গালায় অংশ নেওয়া শাহরুখ শেষে বললেন ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।’

প্রসঙ্গত, এবারের মেট গালার থিম সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল। এদিন শাহরুখ মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে জাপানিজ হর্নের বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী।

 

শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি। তবে এদিন শাহরুখের কাঁধে কোনও প্যাড বা ঝুলন্ত কাপড় দেখা যায়নি। এই বিষয়ে কিং খান জানিয়েছেন ‘আমি শোল্ডার প্যাড পরতে চাই না। সেটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে।

 

প্রসঙ্গত, নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা এখানে অংশ নেন। শাহরুখ বাদেও বলিউড থেকে প্রিয়াঙ্গা চোপড়া, কিয়ারা আদভানি অংশ নিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com