তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রেস কাউন্সিলের ১০ লাখ টাকা জরিমানার ক্ষমতা দিয়ে আইন তৈরি করা হচ্ছে। যা জাতীয় সংসদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে।
আজ(১০ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিলের ২০২০ সালের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের জুডিশিয়াল বডি হিসেবে বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রেস কাউন্সিল যে আইনে চলে তা অনেক পুরাতন আইন এবং ক্ষমতা খুবই সীমিত। শুধুমাত্র তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই বর্তমান আইনে।
তিনি বলেন, কারা সাংবাদিক হবেন তার নীতিমালা তৈরির কাজ করছেন প্রেস কাউন্সিল। নীতিমালা তৈরি হলে দেশের সকল সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। এই ডাটাবেজের কাজটি শেষ হলে অপসাংবাদিকতা অনেকটাই কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
কিছু কিছু ভুয়া নামধারী সাংবাদিকদের কারণে তার দায় পুরো সাংবাদিকদের উপর বর্তায় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন— প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস কাউন্সিল সদস্য ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ প্রেস কাউন্সিলের সদস্যবৃন্দ।