শুধু যৌন আবেদনময়ীর তকমা পেয়েছিলাম, উর্মিলার ক্ষোভ!

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসাসফল ছবি। তবুও নিজের ক্যারিয়ারের আলোচিত এক গান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের ‘রঙ্গিলা’ গানটি আজও সমান জনপ্রিয় বলিউড দর্শকের কাছে। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল এই গান। তবে উর্মিলার দাবি, গানের জন্য তাকে অভিনেত্রী হিসেবে কৃতিত্ব দেওয়া হয়নি সেই সময়। বরং তার অভিনয়কে ‘যৌন আবেদন’ হিসেবে দেখে সমালোচনা করা হয়েছিল।

 

ছবিতে এক উচ্চাকাঙ্খী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর। আমির খান এবং জ্যাকি শ্রফও অভিনয় করেছেন এই ছবিতে। যদিও ‘রঙ্গিলা’ ছবিতে উর্মিলার অভিনয় নিয়ে কম চর্চা হয়নি। অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছিল যৌন আবেদনের অভিযোগ। সেই ক্ষোভ এবং অভিমানই উগরে দেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলা বলেছিলেন, ‘রঙ্গিলার পর সবাই বলেছিল আমার সবটাই নাকি শুধু যৌন আবেদন ছিল। অভিনয়ের সঙ্গে এর কোনও যোগাযোগই ছিল নেই। শুধুমাত্র বুক ফাটানো কান্নাই কি অভিনয়? আবেদনময়ী হওয়াটাও কিন্তু অভিনয়ের মধ্যেই পড়ে। তার জন্যও অভিনয় জানা প্রয়োজন। এমনটা তো নয়, ছবিতে আমার কিছুই করার ছিল না। প্রতিটি গানেই আমার পরিবর্তন ছিল লক্ষণীয়, যা সমালোচকরা কখনই বুঝতেই পারেননি’। নায়িকার আক্ষেপ, রঙ্গিলার সাফল্য সত্ত্বেও তাকে নিয়ে একটিও ‘শালীন শব্দ’ লেখা হয়নি। তার পোশাক থেকে চুল পর্যন্ত ‘সবকিছুর কৃতিত্ব দেওয়া হয়েছে’, কিন্তু তার অভিনয়ের নয়।

 

তিনি বলেন, ‘যাদের ১৩টি করে ফ্লপ থাকা সত্ত্বেও তাদের নিয়ে কেউ কিছু বলেননি। উল্টো তাদের প্রশংসায় মেতে উঠেছিলেন। অভিনেতাদের সঙ্গে একাধিক ‘ডবল মিনিং’ গানে অভিনয়ও করলেও, তাদেরটা অভিনয়… তারা অভিনেত্রী হিসেবে বিবেচিত হত। আমার জন্য ক্যামেরার সামনে থাকাটা ছিল নিজস্ব অভিজ্ঞতা। যদিও আশা ভোঁসলে ও লতা মুঙ্গেশকরের মতো কিংবদন্তি আমার লিপে গান গেয়েছেন, এটাই তো আমার জয়। আমার পুরস্কারের প্রয়োজন ছিল না’।

 

শিশুশিল্পী হিসেবে ‘কর্ম’ এবং ‘মাসুম’-এর মতো ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন উর্মিলা। পরে তিনি ‘জুদাই’, ‘সত্য’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘ভূত’ এবং ‘এক হাসিনা থি’র মতো ছবিতে অভিনয় করেছেন। ‘বেওয়াফা বিউটি’তে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুধু যৌন আবেদনময়ীর তকমা পেয়েছিলাম, উর্মিলার ক্ষোভ!

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসাসফল ছবি। তবুও নিজের ক্যারিয়ারের আলোচিত এক গান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের ‘রঙ্গিলা’ গানটি আজও সমান জনপ্রিয় বলিউড দর্শকের কাছে। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল এই গান। তবে উর্মিলার দাবি, গানের জন্য তাকে অভিনেত্রী হিসেবে কৃতিত্ব দেওয়া হয়নি সেই সময়। বরং তার অভিনয়কে ‘যৌন আবেদন’ হিসেবে দেখে সমালোচনা করা হয়েছিল।

 

ছবিতে এক উচ্চাকাঙ্খী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন উর্মিলা মাতন্ডকর। আমির খান এবং জ্যাকি শ্রফও অভিনয় করেছেন এই ছবিতে। যদিও ‘রঙ্গিলা’ ছবিতে উর্মিলার অভিনয় নিয়ে কম চর্চা হয়নি। অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছিল যৌন আবেদনের অভিযোগ। সেই ক্ষোভ এবং অভিমানই উগরে দেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্মিলা বলেছিলেন, ‘রঙ্গিলার পর সবাই বলেছিল আমার সবটাই নাকি শুধু যৌন আবেদন ছিল। অভিনয়ের সঙ্গে এর কোনও যোগাযোগই ছিল নেই। শুধুমাত্র বুক ফাটানো কান্নাই কি অভিনয়? আবেদনময়ী হওয়াটাও কিন্তু অভিনয়ের মধ্যেই পড়ে। তার জন্যও অভিনয় জানা প্রয়োজন। এমনটা তো নয়, ছবিতে আমার কিছুই করার ছিল না। প্রতিটি গানেই আমার পরিবর্তন ছিল লক্ষণীয়, যা সমালোচকরা কখনই বুঝতেই পারেননি’। নায়িকার আক্ষেপ, রঙ্গিলার সাফল্য সত্ত্বেও তাকে নিয়ে একটিও ‘শালীন শব্দ’ লেখা হয়নি। তার পোশাক থেকে চুল পর্যন্ত ‘সবকিছুর কৃতিত্ব দেওয়া হয়েছে’, কিন্তু তার অভিনয়ের নয়।

 

তিনি বলেন, ‘যাদের ১৩টি করে ফ্লপ থাকা সত্ত্বেও তাদের নিয়ে কেউ কিছু বলেননি। উল্টো তাদের প্রশংসায় মেতে উঠেছিলেন। অভিনেতাদের সঙ্গে একাধিক ‘ডবল মিনিং’ গানে অভিনয়ও করলেও, তাদেরটা অভিনয়… তারা অভিনেত্রী হিসেবে বিবেচিত হত। আমার জন্য ক্যামেরার সামনে থাকাটা ছিল নিজস্ব অভিজ্ঞতা। যদিও আশা ভোঁসলে ও লতা মুঙ্গেশকরের মতো কিংবদন্তি আমার লিপে গান গেয়েছেন, এটাই তো আমার জয়। আমার পুরস্কারের প্রয়োজন ছিল না’।

 

শিশুশিল্পী হিসেবে ‘কর্ম’ এবং ‘মাসুম’-এর মতো ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন উর্মিলা। পরে তিনি ‘জুদাই’, ‘সত্য’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘ভূত’ এবং ‘এক হাসিনা থি’র মতো ছবিতে অভিনয় করেছেন। ‘বেওয়াফা বিউটি’তে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে।,

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com