ক’দিন আগেই মোস্তাফিজুর রহমান মানিকের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা প্রিয়মনি। ছবির নাম ‘হাহাকার’। এই ছবিতে প্রিয়মনির বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা। তবে এর মাঝে ঘটে গেল বিপত্তি। মোটরবাইক চালানো শিখতে গিয়ে তিনি আহত হয়েছেন। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এছাড়াও কোমরসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে ভারতের গোয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রিয়মনি বলেন, এখানে চিকিৎসা শুরু হয়েছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া চাইছি। কেননা মার্চে আমার ‘হাহাকার’ সিনেমার শুটিং রয়েছে। জানি না, কী হবে। অনিশ্চয়তার মধ্যে আছি। প্রিয়মনি জানান, তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সে সবের কয়েকটিতে বাইক চালানোর দৃশ্য রয়েছে। তাই হাতিরঝিলে কাজিনকে নিয়ে বাইক চালানো শিখছিলেন- এমন সময় আকস্মিক দুর্ঘটনার শিকার হন। প্রিয়মনি অভিনীত প্রথম ছবি রাজু আলীমের? ‘ভালোবাসা প্রজাপতি’ এখনো মুক্তি পায়নি। তবে দ্বিতীয় ছবি অনন্য মামুনের ‘কসাই’ মুক্তি পেয়েছে গত বছর। এই ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। সূএ:মানবজমিন