ফেনীর দাগনভূঁঞায় এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার অভিযোগে দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। আবদুল জলিল খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলার ইসলামলপুর গ্রামের আবু ছায়েদের ছেলে ও মাদ্রাসার এতিমখানার আবাসিক শিক্ষক। জলিল ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীকে মাদ্রাসার সংলগ্ন স্টোর রুমে নিয়ে বলাৎকার করে বলে জানা যায়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে।
পুলিশ, স্থানীয় শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়, ৮ বছর বয়সী ওই ছেলে শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। গত মঙ্গলবার সন্ধ্যার ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোর রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানাজানি হলে গত বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক আবদুল জলিলকে গ্রেফতার করে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, মাদ্রাসা শিক্ষক পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।