শিমের ডাবল সেঞ্চুরি, অন্য সবজিতেও অস্বস্তি

ছবি: সংগৃহীত

 

শরৎ থেকে শীত আসতে এখনও হেমন্ত পারের অপেক্ষা। কিন্তু, বাজারে এখনই দেখা মিলছে শীতের কিছু সবজি। আকাশচুম্বী দামের ওই সবজিগুলো রয়েছে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে। শীতের সবজিগুলোর মধ্যে শিম বাজারে হাঁকিয়েছে ডাবল সেঞ্চুরি। আর সেঞ্চুরি পার করেছে চায়না গাজর। অন্যগুলোর দাম রয়েছে শ’য়ের নিচে

 

সোম ও মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে শীতের কয়েকটি সবজির দেখা মিলেছে।

 

বাজার ঘুরে দেখা যায়, ডালায় ডালায় সাজানো রয়েছে শিম, মুলা, গাজর, ফুলকপি ও বাঁধাকপি। সঙ্গে রয়েছে মৌসুমী সব সবজি। কিন্তু, ক্রেতাদের আগ্রহ থাকলেও খুব একটা কিনতে দেখা যায়নি। এছাড়া অন্য সবজির বাজারও ছিল চড়া। তবে সেগুলোর দামও কেজিপ্রতি ৫০ টাকার নিচে না। ফলে যেকোনো সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

 

শীতের সবজিগুলোর মধ্যে কেজি প্রতি শিম ২০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, মুলা ৬০-৭০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা পিস হিসেব বিক্রি হতে দেখা গেছে। তবে কাঁঠালবাগান বাজারের তুলনায় হাতিরপুল বাজারে দাম ১০-২০ টাকা কম রয়েছে।

 

এছাড়া কেজি প্রতি সবুজ বেগুন (গোল) ১০০ টাকা, লম্বা বেগুন ৮০, বরবটি ১০০, করলা ৮০, পটল ৬০, ঢেঁড়স ৬০, পেঁপে ৪০, ঝিঙে ৬০, ধুন্দল ৬০, কচুর মুখি ৮০, কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এর বাইরে প্রতি পিস জালি কুমড়া (চাল কুমড়া) ৬০ টাকা, লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা কলা প্রতি হালি (৪টি) ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

শীতের সবজি সম্পর্কে বিক্রেতারা জানিয়েছেন, দামাদামি করে বেশিরভাগ মানুষ, কেনেন খুব কম ক্রেতা। তাই, এগুলো পরিমাণে অন্য সবজি থেকে কম আনা হয়। আর অন্য সবজিগুলো আড়ৎ থেকে যে দাম ধরে দেয়, তার বিপরীতে আমাদের পরিবহন খরচ, দোকান খরচ ও লাভ রেখে দাম নির্ধারণ করতে হয়ে। ফলে আড়তের সঙ্গে দামের পার্থক্য থাকে।

 

হাতিরপুল বাজারের দোকানি দেলোয়ার হোসেন  বলেন, শীতের এই সবজিগুলো এখন সারাবছরই পাওয়া যায়। তবে, স্বাদ মৌসুমী সবজির মতো না, একটু কম। অনেকেই এসব সবজি কিনে থাকে, তবে সবাই কিনে না। সিজন এলেই দাম কমে যাবে। তখন শিম ৫০-৬০ টাকা, মূলা ৩০ টাকা, গাজর ৪০ টাকা কেজি দরে এবং সাইজ ভেদে ফুলকপি ও বাঁধাকপিও পাওয়া যাবে ৩০-৫০ টাকা পিস দরে।

 

কাঁঠালবাগান বাজারের দোকানি সুমন জানিয়েছেন, তারা দোকানে শিম ২০০ টাকা কেজি, গাজর ১৫০ টাকা, মুলা ৭০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে দাম বেশি হওয়ায় এসব সবজির চাহিদা কম।

 

বাজার করতে আসা ক্রেতা মাহবুবুর রহমান তুহিন বলেন, বাজারে এমনিতেই সব সবজির দাম বেশি। সবজির বাজারে ৫০০ টাকা নিয়ে এলেও এক ব্যাগ ভর্তি সবজি বাসায় নিয়ে ফিরতে পারি না। তার মধ্যে আনসিজনাল সবজি কেনা তো প্রশ্নই আসে না। আরও কয়েকদিন আগে সবজির দোকানে ওসব সবজি দেখেছি, তখন দামও করেছি। কিন্তু কেনার সাধ্য হয়নি। শীতকাল এলেই এসব সবজি কিনব।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্বকাপে গুরুদায়িত্ব পেলেন শচীন টেন্ডুলকার

» রসুনের খোসা যেসব কাজে লাগে

» বাসচাপায় মাদরাসার শিক্ষক নিহত

» প্রবল বৃষ্টিতে সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

» আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি : সিইসি

» ফোনের প্রয়োজনীয় ৫টি অ্যাপ

» বিশেষ অভিযান চালিয়ে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জন গ্রেপ্তার

» দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

» ইয়া গুজবি! ইয়া গজবি!

» নিউইয়র্কের মঞ্চে মূর্ত হলেন ‘হাছন জনের রাজা’

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিমের ডাবল সেঞ্চুরি, অন্য সবজিতেও অস্বস্তি

ছবি: সংগৃহীত

 

শরৎ থেকে শীত আসতে এখনও হেমন্ত পারের অপেক্ষা। কিন্তু, বাজারে এখনই দেখা মিলছে শীতের কিছু সবজি। আকাশচুম্বী দামের ওই সবজিগুলো রয়েছে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে। শীতের সবজিগুলোর মধ্যে শিম বাজারে হাঁকিয়েছে ডাবল সেঞ্চুরি। আর সেঞ্চুরি পার করেছে চায়না গাজর। অন্যগুলোর দাম রয়েছে শ’য়ের নিচে

 

সোম ও মঙ্গলবার রাজধানীর কাঁঠালবাগান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে শীতের কয়েকটি সবজির দেখা মিলেছে।

 

বাজার ঘুরে দেখা যায়, ডালায় ডালায় সাজানো রয়েছে শিম, মুলা, গাজর, ফুলকপি ও বাঁধাকপি। সঙ্গে রয়েছে মৌসুমী সব সবজি। কিন্তু, ক্রেতাদের আগ্রহ থাকলেও খুব একটা কিনতে দেখা যায়নি। এছাড়া অন্য সবজির বাজারও ছিল চড়া। তবে সেগুলোর দামও কেজিপ্রতি ৫০ টাকার নিচে না। ফলে যেকোনো সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

 

শীতের সবজিগুলোর মধ্যে কেজি প্রতি শিম ২০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, মুলা ৬০-৭০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা পিস হিসেব বিক্রি হতে দেখা গেছে। তবে কাঁঠালবাগান বাজারের তুলনায় হাতিরপুল বাজারে দাম ১০-২০ টাকা কম রয়েছে।

 

এছাড়া কেজি প্রতি সবুজ বেগুন (গোল) ১০০ টাকা, লম্বা বেগুন ৮০, বরবটি ১০০, করলা ৮০, পটল ৬০, ঢেঁড়স ৬০, পেঁপে ৪০, ঝিঙে ৬০, ধুন্দল ৬০, কচুর মুখি ৮০, কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এর বাইরে প্রতি পিস জালি কুমড়া (চাল কুমড়া) ৬০ টাকা, লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা কলা প্রতি হালি (৪টি) ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

শীতের সবজি সম্পর্কে বিক্রেতারা জানিয়েছেন, দামাদামি করে বেশিরভাগ মানুষ, কেনেন খুব কম ক্রেতা। তাই, এগুলো পরিমাণে অন্য সবজি থেকে কম আনা হয়। আর অন্য সবজিগুলো আড়ৎ থেকে যে দাম ধরে দেয়, তার বিপরীতে আমাদের পরিবহন খরচ, দোকান খরচ ও লাভ রেখে দাম নির্ধারণ করতে হয়ে। ফলে আড়তের সঙ্গে দামের পার্থক্য থাকে।

 

হাতিরপুল বাজারের দোকানি দেলোয়ার হোসেন  বলেন, শীতের এই সবজিগুলো এখন সারাবছরই পাওয়া যায়। তবে, স্বাদ মৌসুমী সবজির মতো না, একটু কম। অনেকেই এসব সবজি কিনে থাকে, তবে সবাই কিনে না। সিজন এলেই দাম কমে যাবে। তখন শিম ৫০-৬০ টাকা, মূলা ৩০ টাকা, গাজর ৪০ টাকা কেজি দরে এবং সাইজ ভেদে ফুলকপি ও বাঁধাকপিও পাওয়া যাবে ৩০-৫০ টাকা পিস দরে।

 

কাঁঠালবাগান বাজারের দোকানি সুমন জানিয়েছেন, তারা দোকানে শিম ২০০ টাকা কেজি, গাজর ১৫০ টাকা, মুলা ৭০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবে দাম বেশি হওয়ায় এসব সবজির চাহিদা কম।

 

বাজার করতে আসা ক্রেতা মাহবুবুর রহমান তুহিন বলেন, বাজারে এমনিতেই সব সবজির দাম বেশি। সবজির বাজারে ৫০০ টাকা নিয়ে এলেও এক ব্যাগ ভর্তি সবজি বাসায় নিয়ে ফিরতে পারি না। তার মধ্যে আনসিজনাল সবজি কেনা তো প্রশ্নই আসে না। আরও কয়েকদিন আগে সবজির দোকানে ওসব সবজি দেখেছি, তখন দামও করেছি। কিন্তু কেনার সাধ্য হয়নি। শীতকাল এলেই এসব সবজি কিনব।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com