ফাইল ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম মো. মিনাজুল। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, মিনাজুল ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।
তিনি বলেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন। বগুড়া জেলার শিবগঞ্জের এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি। মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন।