বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়। তারপর স্থানীয় একটি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।