জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারী কোন একটি ‘বিশেষ সংগঠনে’র প্রতি ক্ষিপ্ত ছিল বলে দাবি করেছে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ।
অভিযুক্ত বন্দুকধারী তেতসুয়া ইয়ামাগামি (৪১) নাকি মনে করত শিনজো আবে সেই ‘বিশেষ সংগঠনের’ সদস্য। আর সে কারণেই সে আবেকে হত্যা করে বলে দাবি পুলিশের। তবে সেই ‘বিশেষ সংগেঠনে’র নাম প্রকাশ করা হয়নি।
একটি নির্বাচনী প্রচার সভায় ভাষণ দেওয়ার সময় শুক্রবার গুলিবিদ্ধ হন আবে। ওই দিনই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলাকারী ইয়ামাগামি বাড়িতে তৈরি বন্দুক দিয়ে আবেকে হত্যার করার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেও শনিবারের নির্বাচন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজন করা হবে বলে গতকালই ঘোষণা দিয়েছিলেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ও আবের নিজ দলের নেতা ফুমিও কিশিদা।
সূত্র: বিবিসি