স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী কর্নার স্থাপনের ব্যবস্থা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ প্রধানদের পাঠানো হয়েছে।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটির সুপারিশ করা ৫০টি কর্মসূচিতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপন করার বিষয়টি অন্তর্ভুক্ত আছে।
গত নভেম্বর মাসে বিষয়টি চিঠি পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ের অগ্রগতির প্রতিবেদন চাওয়া হয়। ২৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে অধীনস্ত অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।