শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। তারা হলেন মোহাম্মদ আলী ও মো. মনিরুল হাসান।
শুক্রবার রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, ইয়াবা বিক্রির জন্য শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা রেলওয়ে মেইন সার্টিংয়ের সামনে কয়েকজন অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আলী ও মনিরুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।