যশোরের শার্শা উপজেলা সীমান্ত থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। এসময় পরনের লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যান যুবক।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে অগ্রভুলাট দক্ষিণপাড়া এলাকা থেকে এসব অস্ত্র-ম্যাগজিন জব্দ করা হয়।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এমন সংবাদে অগ্রভুলাট দক্ষিণপাড়া পাকা রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি। কিছু সময় পর একটি মোটরসাইকেল রোধ করা হয়।
এসময় মোটরসাইকেলে থাকা ব্যক্তির কোমরে হাত দিতেই তিনি পরনের লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যান। ফেলে যাওয়া লুঙ্গির ভেতর দুটি পিস্তল, দুটি খালি ম্যাগজিন পাওয়া যায়। অস্ত্রের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান ।