অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল এম রাহিম পরিচালিত ‘শান’ ছবির মুক্তি। অবশেষে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করল এটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান। শুক্রবার তারা জানায়, আসছে রোজার ঈদে মুক্তি দেওয়া হবে এই ছবি।
‘শান’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এর আগে ঠিক করা হয়, ৭ জানুয়ারি মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার এ ছবি। কিন্তু করোনার অতি সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের স্থগিত করা হয়েছিল সেই সিদ্ধান্ত।
নতুন তারিখ ঘোষণা প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘বিগ বাজেটের ‘শান’ আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতো ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার সব ঠিক থাকলে ঈদে মুক্তি পাবে ছবিটি।
মূল পরিচালক হিসেবে এটি এম রাহিমের প্রথম কাজ। এর আগে তিনি সিয়াম আহমেদ ও পূজা চেরির দুই ছবি ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। অন্যদিকে, সিয়াম-পূজা জুটির তিন নম্বর ছবি ‘শান’।
এ ছবির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিয়াম আহমেদ ও পূজা চেরি ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ। ‘শান’-এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।,