শশার দাম কিছুটা কমলেও টমেটো ও কাঁচামরিচের দাম রয়েছে আগের জায়গাতেই।
আজ রাজধানীর শুক্রাবাদ ও হাতিরপুল বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে দেড়শো টাকা কেজি দরে বিক্রি হওয়া শশার দাম অনেকটা কমেছে। এখন দেশি শশা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর হাইব্রিড শশা মিলছে ৮০ টাকা কেজিতে।
ঈদের আগে দুইশো টাকায় পৌঁছেছিল কাঁচামরিচ ও টমেটো। যা এখনো সে দামেই বিক্রি হচ্ছে। আবার ধনিয়া পাতাও বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
তবে অন্যান্য সবজির দামে ঈদের তেমন কোনো প্রভাব নেই। আগের মতই পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পেঁপে ৩০ টাকা, করল্লা ৬০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বেগুন, বরবটি ও কাকরোল।
ঢেড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একই দাম চিচিংগা ও দুন্দলের।
জালি কুমড়ার পিস বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কাঁচা কলার হালি ৩০ টাকা, চাহিদা থাকলেও দামে হেরফের হয়নি লেবুর। বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা হালি দরে। মাঝারি আকারের লাউয়ের পিস ৫০ থেকে ৬০ টাকা।