পল্লী বিদ্যুতের চুরি হওয়া ৫০০ কেজি তার ও এ ঘটনায় জড়িত ঘটনায় দুই জনকে আটক সহ ১টি ট্রাক (ঢাকা মেট্রো ১৮-২৮০২) জব্দ করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। গত ১১ ডিসেম্বর উপজেলার রাজৈর এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ফারুক আকনের ভাঙ্গারীর দোকানে শরণখোলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০০ কেজি তার ও ট্রাকটি জব্দ করে।
পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির শরণখোলা অফিস সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর উপজেলার রাজাপুর এলাকা থেকে ট্রান্সফরমারের কয়েল চুরি করে একটি চক্র। এছাড়া ৫ ডিসেম্বর উপজেলার রাজৈর এলাকা থেকে বিদ্যুৎ বিহীন পুরাতন লাইনের প্রায় ৭২০ মিটার তার চুরি হয়। এ ঘটনায় ১০ ডিসেম্বর পল্লী বিদ্যুত শরণখোলা শাখার এজিএম মোঃ আশিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার সূত্র ধরে শরণখোলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালায়।
শরণখোলা থানা সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর উপজেলার রাজৈর এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ফারুক আকনের ভাঙ্গারীর দোকান থেকে ট্রাক যোগে ভাংঙ্গারীর সাথে তার পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশের এসআই মোঃ আঃ আলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০০ কেটি তার ও ট্রাকটি জব্দ করে। পরে ঘটনাস্থল থেকে রাজৈর এলাকার বাসিন্দা ও ভাঙ্গারী ব্যবসায়ী ফারুক আকনের পূত্র নিজাম আকন (৩৮) ও গাড়ীর ড্রাইভার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মতিউর রহমান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার(২৮) কে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আশিকুর রহমান বলেন, চুরি হওয়া তারের পরিমান প্রায় ৭২০ মিটার যার আনুমানিক মূল্য প্রায় ৬৮ হাজার টাকা।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।