লক্ষ্মীপুরে গোপন বিয়ের খবর জানাজানি হওয়ার পর নাজিম সর্দার (৬০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বর পক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মধ্য চর রমনিমোহন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও সম্পর্কে কনের নানা।
অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুর গোপনে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করে। স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এখনো হত্যার কারণ বিস্তারিত জানা যায়নি।