কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোসেন ওরফে শফিক হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতারকৃতরা হলেন- জুবায়ের, কালা পুতু, রুবেল, সালাম ও মোহাম্মদ আলী। সবাই উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাতে ৪৩ জনের নামসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই নূর হাশিম। পরে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২৬ ডিসেম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৬ ব্লকের সামনে রোহিঙ্গা নেতা শফিককে গুলি করে হত্যা করা হয়। তিনি একই ক্যাম্পের বি-৩২ ব্লকের বাসিন্দা ও ক্যাম্প-৮ পশ্চিম অংশের নেতা ছিলেন।