সরকারের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেন, বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান। একটি রেলের দুর্নীতি-অনিয়ম, আরেকটি জ্বালানি ও বিদ্যুৎ। রেলের কালোবিড়াল চলে গেছে, কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন লুটপাট ও রেলের দুর্নীতি- অব্যবস্থাপনার’ প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
ভিপি নুর বলেন, এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের সামনে দেখাচ্ছে, সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে মাফিয়াদের লুট করার সুযোগ করে দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, দুর্নীতি শুধু রেল ও বিদ্যুতে নয়, সরকারের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আবু হানিফ, সাদ্দাম হোসেন, সহকারী সদস্য সচিব খায়রুজ্জামান, তারেক রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন প্রমুখ।