গতকাল সোমবার ইউক্রেনের সেনাদের ওপর নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া। মার্কিন কংগ্রেস আইনপ্রণেতাদের কাছে ইউক্রেনের চলমান পরিস্থিতির সারসংক্ষেপ উপস্থাপনের সময় এ অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভার।
বিবিসি জানায়, গতকাল কংগ্রেসে বক্তব্য দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওকসানা মারকারোভা। তিনি তখন বলেন, রাশিয়া আজ (সোমবার) ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ।
প্রতিবেদনে ভ্যাকুয়াম বোমা সম্পর্কে বলা হয়, ভ্যাকুয়াম বোমার ক্ষেত্রে প্রচলিত গোলাবারুদ ব্যবহার করা হয় না। এ ক্ষেত্রে উচ্চচাপ তৈরি করে আশপাশের এলাকার অক্সিজেন টেনে নিয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
তবে রাশিয়া সত্যিকার অর্থেই ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে কি না, তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারা আধুনিক অস্ত্র ব্যবহার করছে। এ ছাড়া, পুতিন পারমাণবিক বোমা ব্যবহারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদেরকেও প্রস্তুত থাকতে বলেছেন।
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও বলা হয়েছিল, রাশিয়ার বেলগোরোদ শহরের কাছে একটি ভ্যাকুয়াম রকেট লঞ্চার দেখা গেছে।