ফ্রান্স রাশিয়াকে ভয় পায়, আর জার্মানি তার অর্থনীতি নিয়ে চিন্তিত আছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ফ্রান্সের ম্যাকরন অস্ত্র সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ, তারা রাশিয়াকে ভয় পায়। আর এটাই একমাত্র কারণ। আর যারা প্রথমেই এটা বলে তারাই আসলে প্রথম ভয় পায়। খবর বিবিসির।
রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছ থেকে ইউক্রেন কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছে- এ নিয়ে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, জার্মানি বেড়ার উপর রয়েছে। এ কারণে তারাও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। রাশিয়ার সাথে তাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং তারা অর্থনীতির বিষয়টি নিয়ে ভাবছে এবং পরিস্থিতি দেখছে। তারা মাঝে সাহায্যও করেছে। আমি মনে করি তারা চেষ্টা করছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।
অন্যদিকে ব্রিটেনের প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, “যুক্তরাজ্যের বরিস জনসন অস্ত্র পাঠাতে অনেক বেশি আন্তরিক। হ্যাঁ। সত্যি বলতে, জনসন এমন একজন নেতা যিনি আরও বেশি সাহায্য করছেন। অন্যান্য দেশগুলোর নেতারা ফলাফল কী হবে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। এক্ষেত্রে, জনসন একটি উদাহরণ।”
জেলেনস্কি বলে, “ব্রিটেন অবশ্যই আমাদের পাশে আছে। তারা ভারসাম্যমূলক আচরণ করছে না। আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্রিটেন কোনও বিকল্প খোঁজার চেষ্টা করছে না।” তিনি বলেন, “ব্রিটেন চায় ইউক্রেন জিতুক আর রাশিয়া হেরে যাক। কিন্তু ব্রিটেন যুদ্ধ আরও দীর্ঘ হোক সেটা চায় কি না তা বলতে আমি প্রস্তুত নই।” সূত্র: বিবিসি।